মাটি দূষণ
মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বর্জ্যের নিক্ষেপ কিংবা ভূ-গর্ভস্থ ফাটলের কারণে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়াকে বুঝানো হয়ে থাকে।
মাটি দূষণের প্রধান কারণগুলো হলো:
- কৃষি কাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।
- বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থলি বর্জ যেখানে সেখানে ফেলা।
- হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা।
- কল-কারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন।
- বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ।
- ভূ-তলে সংরক্ষিত ট্যাঙ্কের জ্বালানী বিস্ফোরণ।
- আগাছানাশক, কীটপতঙ্গ ধ্বংসকারী কীটনাশক এবং সারের প্রয়োগ।
- খনিজ দ্রব্য আহরণ।
- কয়লা, ইটভাটার ছাই।
- আবর্জনা ভূমির স্তুপ।
- উৎপাদিত শিল্পজাত বর্জ্যকে সরাসরি ভূমিতে নিষ্কাষণ।
- পয়ঃনিষ্কাষণে ব্যবহৃত পানি ভূমিতে প্রয়োগ।
- মূলতঃ সাধারণ রাসায়নিক পদার্থ হিসেবে পেট্রোলিয়াম হাইড্রোজেন ও কার্বনের মিশ্রিত যৌগ, কীটনাশক, সীসা এবং অন্যান্য ভারী পদার্থ মৃত্তিকা দূষণের জন্যে দায়ী।